‘ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশে কোনো প্রভাব পড়বে না’
‘ট্রান্সশিপমেন্ট বাতিলে দেশে কোনো প্রভাব পড়বে না’:
ডেস্ক রিপোর্ট: ভারত ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু। শনিবার (১২ এপ্রিল) যশোর শহরের টাউন হল ময়দানে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এফবিসিসিআইয়ের সাবেক এই সভাপতি বলেন, এই ট্রান্সশিপমেন্ট চুক্তির মাধ্যমে ভারত হয়ে তৃতীয় দেশে বাংলাদেশি পণ্য যেত। এখন যে এয়ারপোর্ট তৈরি হচ্ছে সেটাকে কাজে লাগিয়ে আমাদের রপ্তানি সক্ষমতাকে আমরা বাড়িয়ে তুলতে পারব। যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এ মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, পুলিশ সুপার রওনক জাহান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ উপস্থিত ছিলেন। যশোরে এক সময় প্রতি বছর শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করা হতো। কিন্তু নানা কারণে ১২ বছর এ মেলা হয়নি। এর আগে শনিবার সকালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের খুলনা অঞ্চলের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকটির চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। শহরের আইটি পার্ক হোটেল অ্যান্ড রিসোর্টের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংকের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সব স্তরের কর্মীকে নতুন উদ্যোমে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শ্রেণিকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দিতে হবে। এছাড়া ঋণ আদায়ে কর্মীদের সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনাও দেন তিনি। সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ। এ ছাড়া ব্যাংকটি পরিচালনা পর্ষদের স্বতন্ত্র পরিচালক জুলকার নায়েন, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান আবদুস সাত্তার সরকার, উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দীনসহ খুলনা অঞ্চলের ২০টি শাখার শাখা ব্যবস্থাপক, অপারেশন্স ম্যানেজার ও আটটি উপশাখার ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।