পাটকেলঘাটার খলিশখালি ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র কমিটি
পাটকেলঘাটা(সাতক্ষীরা)প্রতিনিধি:
পাটকেলঘাটার খলিশখালি ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি’র কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় খলিষখালী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে ডাঃ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ডাঃ এস এম আলাউদ্দিন, প্রধান আলোচক ছিলেন পাটকেলঘাটা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এস এম হাদিউজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, থানা ডাঃ সমিতির প্রচার সম্পাদক ডাঃ মোহাইমিনুল ইসলাম সাগর, ডাঃ সরুলিয়া ইউনিয়ন শাখা সাধারণ সম্পাদক মাসুদ আলম সুমন। উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে নতুন কমিটির সভাপতি ডাঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ আসাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডাঃ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ ডাঃ সনৎ কুমার দাস। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করবে।