যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে
যে যেভাবে পারছে ঢাকা ছাড়ছে:
ডেস্ক রিপোর্ট:
সকল বাধা ছাপিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। এবারের ঈদযাত্রায় গাজীপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় নেই চিরচেনা সেই যানজট। ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও থেমে থেমে চলছে যানবাহন। তবে বিকেলের পর থেকে রাত ৮টা পর্যন্ত যাত্রীর চাপ ও যানবাহনের চাপ বেড়েছে দুই মহাসড়কে। রাতে ট্রাকে করেও ফিরতে দেখা গেছে যাত্রীদের। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে শহর ছেড়ে গ্রামের পথে কর্মজীবী মানুষেরা। শিল্প-অধ্যুষিত গাজীপুরে সকল কারখানা ছুটি হওয়ায় শ্রমিকরা বাড়ি ফিরতে শুরু করেছে। অন্যান্য ঈদের থেকে এবার ঈদে তুলনামূলক বেশি ছুটি থাকায় অধিকাংশ মানুষ বাড়ি যাচ্ছেন। রাতভর ঘরমুখো মানুষ বাড়ি ফিরছেন। কিছুটা ভোগান্তি নিয়েই বাড়ি ফিরছে সকলে। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় কাজ করছে জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইছ উদ্দিন বলেন, গতকাল শুক্রবার রাতে যাত্রী ও যানবাহনের চাপ ছিল। তবে আজ সকাল থেকে চাপ অনেকটাই কমে গেছে। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় জেলা, মেট্রোপলিটন ও হাইওয়ে পুলিশের সদস্যরা কাজ করছেন। তারা যানজট নিরসনের দায়িত্ব পালন করছেন। মহাসড়কে তেমন চাপ নেই। স্বস্তি নিয়ে মানুষ বাড়ি ফিরছে।