যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১:
ডেস্ক রিপোর্ট:
যশোরে ঈদের রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। আজ সোমবার (৩১ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার পাগলাদহে এই ঘটনা ঘটে। নিহত অলিদ ওই এলাকার হৃদয় হোসেনের ছেলে। আহত আপন ও স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে পাগলাদহের বিরামপুর ব্রিজের উপর আপন, রাশেদুল ও শামীম বাজি ফোটাচ্ছিলো। এসময় সেখান দিয়ে যাচ্ছিলো অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এসময় অলিদসহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে মারপিট ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আপনের পিতা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করে।
এসময় স্থানীয়রা আহত আপন, তার পিতা রিপন আলী, শামীম, অলিদ ও রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক অলিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় রাশেদুলকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, বাজি ফোটানোকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।