যুদ্ধ বিরোধী এক হাজার রিজার্ভ সেনা বরখাস্ত করল ইসরায়েল
যুদ্ধ বিরোধী এক হাজার রিজার্ভ সেনা বরখাস্ত করল ইসরায়েল:
ডেস্ক রিপোর্ট: গাজায় চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করায় প্রায় এক হাজার রিজার্ভ সেনাকে বরখাস্ত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ইসরায়েলি সেনাপ্রধান জেনারেল আইয়াল জামির এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর। চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমানবাহিনীর শত শত রিজার্ভ সদস্য একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেন, যাতে গাজা যুদ্ধকে ‘নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থে পরিচালিত’ বলে উল্লেখ করা হয়। তাদের মতে, যুদ্ধ নয় বরং যুদ্ধবিরতির মাধ্যমেই বন্দিমুক্তি সম্ভব। সেনাপ্রধান জামির এ পদক্ষেপকে ‘গুরুতর অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, “এই ধরনের বিবৃতি দেওয়া সেনারা সেনাবাহিনীতে ফেরার উপযুক্ত নন।” ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও চিঠিটির নিন্দা জানিয়ে বলেন, “এটি চলমান যুদ্ধের বৈধতা প্রশ্নবিদ্ধ করার একটি চেষ্টা।” চিঠিতে স্বাক্ষর করা ব্যক্তিদের মধ্যে ছিলেন দেশের প্রভাবশালী সাবেক সামরিক কর্মকর্তারা—সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) ড্যান হালুৎস, সাবেক বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল (অব.) নিমরড শেফার এবং সাবেক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান কর্নেল (অব.) নেরি ইয়ারকোনি। তারা যুদ্ধবিরতির পক্ষে জনমত গড়ে তোলার জন্য ইসরায়েলি নাগরিকদের প্রতি আহ্বান জানান, যেন বন্দিমুক্তির পথ খুলে দেওয়া যায়। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, চিঠিতে স্বাক্ষরকারী প্রায় ১০ শতাংশ এখনও সক্রিয় রিজার্ভ সদস্য, বাকি সবাই অবসরপ্রাপ্ত বা সাবেক সেনা। এই ঘটনা ইসরায়েলের সামরিক-বেসামরিক পরিসরে যুদ্ধ নিয়ে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্কের ইঙ্গিত দিচ্ছে।